Avrodigital

Product Designer Job Circular

Product Designer Job Circular

জব টাইটেলঃ POD/ AOP Product Designer

স্যালারীঃ.২০-২৫,০০০ টাকা
কাজের ধরনঃ Remote (ফুল টাইম- এপ্রিল থেকে স্বশরীরে অফিস করতে হবে)
লোকেশনঃ কালিগঞ্জ, ঝিনাইদহ
পদসংখ্যাঃ ২ জন

অভিজ্ঞতাঃ

Print on Demand সেক্টরে ১ – ২ বছরের কাজের অভিজ্ঞতা।

রেসপন্সিবিলিটিঃ

  • POD বা Printing Products (যেমনঃ টি-শার্ট, মগ, হুডি, শার্ট এবং যেকোন POD ও AOP) প্রোডাক্টের উপর ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি টাইপের ডিজাইন করা ও মকআপে বসানো।
  • রেফারেন্স দেখে, নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে, যেকোন POD প্রোডাক্ট তৈরি করা।

দক্ষতাঃ

  • ডিজাইনের টুলসগুলোর পারদর্শীতা সহ অবশ্যই Adobe Illustrator ও Photoshop এর সব টুলসগুলোর পারদর্শীতা থাকতে হবে।
  • ইলাস্ট্রেশন/ভেক্টর মডিফাই ও টাইপোগ্রাফির কাজ জানা থাকতে হবে।
  • ম্যানিপুলেশনের উপর ধারনা থাকতে হবে।
  • ট্রেন্ডি ও ক্রিয়েটিভ ডিজাইন করা এবং ইন্সট্রাকশন বুঝে কাজ করার দক্ষতা।
  • নতুন ডিজাইন কনসেপ্ট বের করার দক্ষতা ও ডিজাইন সেন্স ভালো হতে হবে।
  • PoD প্রোডাক্ট নিয়ে কাজ করার দক্ষতা।
  • Copyrights সম্পর্কে ধারণা ( আবশ্যক নয়)।
  • মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা ( আবশ্যক নয়)।

সুবিধা সমূহঃ

  • কম্ফোর্টেবল অফিস এনভায়রনমেন্ট (এয়ার কন্ডিশনড)।
  • ফেস্টিভাল বোনাস (কোম্পানী পলিসি অনুযায়ী)।
  • স্যালারি রিভিউ (পারফর্ম্যান্স ও কোম্পানী পলিসি অনুযায়ী)

[নোটঃ আবেদন সম্পন্ন করার পর একটি টাস্ক দেয়া হবে যার ফলাফলের ভিত্তিতে ফাইনাল ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করা হবে।]