Digital Artist Job Circular

জব টাইটেলঃ Digital Artist
স্যালারীঃ ২৫,০০০ টাকা
কাজের ধরনঃ ফুল টাইম এবং স্ব-শরীরে অফিস করতে হবে
লোকেশনঃ হাজী মঞ্জিল ২য় তলা, কালিগঞ্জ, ঝিনাইদহ (সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজ এর পাশে)
পদসংখ্যাঃ ২ জন
অভিজ্ঞতাঃ
Vector, Character, Line art অথবা Digital Art, নিয়ে নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা (KDP কালারিং বুক নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে সরাসরি যোগাযোগ করুন)।
রেসপন্সিবিলিটিঃ
- রিকোয়ারমেন্ট অনুযায়ী যেকোন ক্রিয়েটিভ Vector/ Illustration ডিজাইন তৈরি করা।
- রেফারেন্স দেখে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যেকোন Vector elements তৈরি করা।
- Design Theme ও consistency ধরে রেখে Line art, Character art এর ভেরিয়েশন তৈরি করা।
দক্ষতাঃ
- Character drawing ও Line art সম্পর্কে ভালো ধারনা।
- Adobe Illustrator, Photoshop ও ডিজাইন টুলসগুলোর পারদর্শীতা।
- Graphics tab/ Pen tab এ স্মুথলি কাজ করার দক্ষতা।
- Requirement, Design Theme ও Consistency ধরে রেখে কাজ করার দক্ষতা।
- কালার নিয়ে ভালো ধারনা থাকতে হবে।
- ট্রেন্ডি এবং নতুন ক্রিয়েটিভ ডিজাইন কনসেপ্ট বের করার দক্ষতা।
সুবিধা সমূহঃ
- কম্ফোর্টেবল অফিস এনভায়রনমেন্ট।
- ফেস্টিভাল বোনাস (কোম্পানী পলিসি অনুযায়ী)।
- স্যালারি রিভিউ (পারফর্ম্যান্স ও কোম্পানী পলিসি অনুযায়ী)
[নোটঃ আবেদন সম্পন্ন করার পর একটি টাস্ক দেয়া হবে যার ফলাফলের ভিত্তিতে ফাইনাল ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করা হবে।]